
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছে রংপুর রাইডার্স। টস জিতে মাশরাফি বিন মুর্তজার দলকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বল হাতে শুরুটা দুর্দান্তই করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। দলীয় ১৬ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরেছে কুমিল্লার দুই ওপেনার। দুটি উইকেটই নিয়েছেন নাহিদুল ইসলাম।
স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই দেশসেরা ওপেনার তামিম ইকবালকে (০) এবিডি ভিলিয়ার্সের তালুবন্দি করেন নাহিদুল। বিপিএল মাতানো প্রোটিয়া হার্ডহিটারের আজই শেষ ম্যাচ। এরপর তিনি দেশে ফিরে যাবেন। ফিরতি ওভারে এসে অপর ওপেনার এনামুল হক বিজয়কে (৫) উইকেটকিপার মোহাম্মদ মিথুনের গ্লাভসবন্দি করেন নাহিদুল।
১১ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট তালিকার ২নম্বরে আছে রংপুর রাইডার্স। ৮ জয় নিয়ে শীর্ষে কুমিল্লা। আজকের ম্যাচে যারা জিতবে তারাই উঠে যাবে শীর্ষে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস এবং খুলনা টাইটান্স। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। সেরা চারে যেতে হলে আজকের ম্যাচটি জিততেই হবে সাকিব আল হাসানদের।